জাতিসংঘের আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিতে দক্ষিন কোরিয়া গেলেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা ॥

হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী দক্ষিণ কোরিয়ার জেজু-দো দ্বীপে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।”হার্নেসিং হেরিটেজ এসেটস ফর ইনক্লুসিভ গ্রোথ এন্ড কমিউনিটি এ্যামপাওয়ারমেন্ট ইন দি এশিয়া প্যাসিফিক রিজিওন” শীর্ষক এ কর্মশালাটি আগামী ২৯ জুলাই থেকে ১ আগস্ট ২০২৫ পর্যন্ত সময়ে দক্ষিন কোরিয়ার জেজু দ্বীপে অনুষ্ঠিত হবে। জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট ( ইউনিটার) এর সিফাল জেজু প্রশিক্ষণ কেন্দ্র এ কর্মশালার আয়োজন করেছে।
এই কর্মশালায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, গবেষক ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করছেন। উল্লেখ্য মো: জাবেদ ইকবাল চেীধুরী বাংলাদেশ থেকে মনোনীত একজন অংশগ্রহণকারী হিসেবে এ কর্মশালায় অংশগ্রহন করছেন, যেখানে ঐতিহ্যগত সম্পদ ব্যবহারের মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও সম্প্রদায়কে ক্ষমতায়নের কৌশলগত দিকসমুহ নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মো: জাবেদ ইকবাল চেীধুরী জানান এই কর্মশালায় অংশগ্রহনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মক্ষেত্রে সহয়ক ভুমিকা পালন করবে। কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে তিনি তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা আরও সমৃদ্ধ করে স্থানীয় সরকার ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *