আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভা প্রস্তুতিমুলক কার্যক্রম

আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভা প্রস্তুতিমুলক কার্যক্রম পরিচালনা করছে। শুক্রবার হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন করেন। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম ও সৌন্দর্য্য বর্ধন কাজ তিনি ঘুরে ঘুরে দেখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভা ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও শহরের বিভিন্ন স্থানে ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার সাঁটিয়েছে। এছাড়াও পরিচ্ছন্নতা, বাতি ও রং করণসহ নানা কার্যক্রম চালিয়েছে। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *