নিমতলায় হবিগঞ্জ পৌরসভার অগ্নি নির্বাপণউদ্বুদ্ধকরণ মহড়া অনুষ্ঠিত ॥

হবিগঞ্জ পৌরএলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এ মহড়া বুধবার শহরের নিমতলায় উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুস্মিতা সাহা, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম।
হবিগঞ্জ পৌরসভার আয়োজনে মহড়া অনুষ্ঠানের সহযোগিতায় ছিল হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়। মহড়া অনুষ্ঠানে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচী আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষার্থীদের মাঝে এই অনুষ্ঠানের ইতিবাচক প্রভাব পড়বে।
মহাড়ায় প্রতীকিভাবে দেখানো হয় আগুন লাগলে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কিভাবে আগুন নেভাতে হবে, আহত হলে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং লোকজনকে আগুনের ফাঁদ থেকে উদ্ধার করতে হবে।
এই কর্মসূচী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও আয়োজন করা হবে বলে জনিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *