দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দেয়ায় হবিগঞ্জ পৌরসভা মশক নিধনসহ সচেতনতামুলক কর্মসূচী পালন করছে। সম্প্রতি হবিগঞ্জ পৌরসভা পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক মশক নিধন অভিযান পরিচালনা করছে। ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ইতিমধ্যে মশার ঔষধ ছিটানো হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানো হবে বলে পৌরসভার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।