মাহমুদাবাদ ও ইনাতাবাদ এলাকার জলবদ্ধতা নিরসনে মেয়র আতাউর রহমান সেলিমের প্রচেষ্টায় ১ কোটি ১১ লক্ষ ৪১ হাজার ২ শ ৫৫ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আরসিসি ড্রেন ॥


হবিগঞ্জ পৌরসভার মাহমুদাবাদ কার্লভার্ট হতে ইনাতাবাদ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিপূর্বে মেয়র আতাউর রহমান সেলিম মাহমুদাবাদ ইনাতাবাদ এলাকা পরিদর্শন করেন। তিনি মাহমুদাবাদ ও ইনাতাবাদ এলাকাসহ আশপাশের অঞ্চলের পানি নিস্কাশনের সমস্যা নিয়ে এলাকাবাসীর সাথে আলোচনা করেন। হবিগঞ্জ পৌরসভার কভিড-১৯ প্রকল্পের আওতায় ওই অঞ্চলের পানি নিস্কাশনের জন্য আরসিসি ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। রবিবার এই ড্রেন নির্মাণ কাজের শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সফিকুর রহমান সিতু ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু আহমেদ, হবিগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আশিষ তালুকদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। কোভিড-১৯ প্রকল্পের আওয়াতায় ১ কোটি ১১ লক্ষ ৪১ হাজার ২ শ ৫৫ টাকা ব্যয়ে ২৯৫ মিটার দৈর্ঘ এই আরসিসি ড্রেন বাস্তবায়ন হলে মাহমুদাবাদ, মাছুলিয়া, জঙ্গলবহুলা, ইনাতাবাদসহ আশাপাশের জলাবদ্ধতা নিরসন হবে। সাথে সাথে ওই এলাকার পানি নিস্কাশন ব্যবস্থা আরো উন্নত হবে। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *