পিটিআইয়ের দক্ষিন দিকে অবস্থিত খালটিতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা ॥ জলাবদ্ধতা নিরসনে পৌরএলাকায় খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত আছে -মেয়র আতাউর রহমান সেলিম

হবিগঞ্জ পৌরএলাকার পানি নিস্কাশনের খালগুলোর প্রতিবন্ধকতা অপসারণ করছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার মেয়র আতাউর রহমান সেলিমের দিকনির্দেশনায় শহরের বিভিন্ন খাল ও বড় ড্রেনে পরিচ্ছন্নতা কাজ চালানো হয়। বিশেষকরে পিটিআইয়ের দক্ষিন দিকে অবস্থিত খালটিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই খাল হয়ে পিটিআই কম্পাউন্ডের পানিসহ ৫ নং ওয়ার্ডের ডাকঘর এলাকা, আহসানিয়া মিশন এলাকা, বানিজ্যিক এলাকা, কালীবাড়ি পানির ট্যাকিংর উত্তরাংশ এবং দেয়ানত রাম সাহা’র বাড়ীর কিছু অংশের পানি নিস্কাশিত হয়। মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘পৌরসভার বিভিন্ন খাল খনন করে আমরা জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের প্রচেষ্ঠা অব্যাহত রাখবো।’ পিটিআই প্রসঙ্গে মেয়র বলেন,‘আমরা ইতিমধ্যে পিটিআইয়ের দক্ষিনের খাল উন্মুক্ত করেছি। এছাড়াও পিটিআই কম্পাউন্ডের সার্বিক জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। আশাকরি এ জলাবদ্ধতা অচিরেই নিরসন হবে।’

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *