পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ন অঞ্চলের মতো শহরের পিটিআই কম্পাউন্ডের জলাবদ্ধতা নিরসনেও কাজ করছে হবিগঞ্জ পৌরসভা। গত রবিবার রাতে অবিরাম বর্ষণে পিটিআই কম্পাউন্ডের ভিতর পশ্চিম প্রান্তে পানি জমা হয়ে পড়ে। কম্পাউন্ডের পশ্চিমে নীচু জমিসমূহে মাটি ভরাট করে ভিটা ও বাসাবাড়ী নির্মাণ করায় অতিবৃষ্টির সময় পানি সড়ে যেতে সময় লেগে যায়। ফলে শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই অবস্থা হতে পরিত্রাণ পেতে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে পিটিআইয়ের দক্ষিনপার্শ্বে শ্মশানঘাট রোডের ড্রেন পরিস্কারের কাজ করা হয়। সাথে সাথে পশ্চিম দিকে পানি নিস্কাশনের জন্যও ছোট নালাগুলো পরিস্কার করা হয়। মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘শ্মশানঘাট এলাকা ও বাইপাসের আশপাশে নতুন বসতি গড়ে উঠায় পিটিআইয়ের কম্পাউন্ডের চেয়ে পার্শ্ববর্তী ভিটাগুলো উচুঁ হয়ে পড়ে। ফলে অতিরিক্ত বৃষ্টি হলে ওই পানি নিস্কশনে সময় লেগে যায়। হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে এই কম্পাউন্ডের পানি নিস্কাশনের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরি এই জলাবদ্ধতা দুর হবে।’ মেয়র সোমবার পিটিআই এর পানি নিস্কাশনের ভাটি এলাকার ড্রেন ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরসভার প্রকৌশলীদের সাথে কথা বলেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজে দিকনির্দেশনা দেন।#