উমেদনগরে হবিগঞ্জ পৌরসভার নবনির্মিতরাস্তার উদ্বোধন করলেন এমপি এডভোকেট মোঃ আবু জাহির ॥

এক্স

উমেদনগর পশ্চিম এলাকা বানিয়াচং রাস্তা হতে হাজী ফুল মিয়ার বাড়ী পর্যন্ত গাইড ওয়াল সহ আরসিসি রাস্তা উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ পৌরসভা এলজিসিআরআরপি’র মাধ্যমে এই প্রকল্পের কাজ বাস্তাবায়ন করে। বুধাবর বিকেলে ওই রাস্তার উদ্বোধনী উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পৌরসভার অন্যান্য এলাকা হতে তুলনামুলক উমেদনগরে উন্নয়ন কাজ কম হয়েছে। তাই আমারা আলোচনা করে মেয়র আতাউর রহমান সেলিমের মাধ্যমে উমেদনগরে রাস্তাঘাট, স্কুল ভবনসহ ব্যাপক উন্নয়ন কাজ করবো। অনুষ্ঠানে উমেদনগর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *