পরিচ্ছন্ন শহর গড়তে বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় বক্তব্য রাখেন মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র বলেন হবিগঞ্জ পৌরএলাকায় ড্রেন ও রাস্তাঘাটে আবর্জনা ফেলার প্রবনতা খুবই বেশী। ড্রেনে আবর্জনা ফেলা হলে জলাবদ্ধাতা কি ভয়ানক রূপ ধারন করে তা আমাদের অভিজ্ঞতা হয়েছে। একটি ড্রেন পরিস্কার করার পর পরই আবারো ময়লা আবর্জনায় পরিপূর্ন হয়ে যায়। তাই সবাই যাতে বাসা-বাড়ী-দোকানপাটের বর্জ্য ভ্যানগাড়ীতে দেন সে ব্যাপারে আমার নতুন করে উদ্যোগ গ্রহন করছি।’ এ ব্যাপারে পৌর পরিষদের সদস্যবৃন্দ, হবিগঞ্জের সিডিসি এবং মাটি অর্গানিক লিমিটেড ও সাসটেনেবল এনভায়রনম্যান্ট এন্ড এগ্রো নামের দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মাটি অর্গানিক লিমিটেডের কর্মকর্তারা বলেন হবিগঞ্জ পৌরসভার সাথে একযোগে কাজ করলে আগামী ৬ মাসের মধ্যে কোন বর্জ্য যাতে ড্রেনে বা রাস্তাঘাটে না পড়ে সে ব্যাপারে ব্যবস্থাপনা সাজানো হবে। এ প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল আলম ভূইয়া। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী ও সিডিসি ফেডারেশনের নেতৃবৃন্দ। সিডিসি কর্মকর্তারা জানান বর্তমানে পৌর এলাকার ১২ হাজার হোল্ডিংয়ের মাঝে সাড়ে ৬ হাজার হোল্ডিং হতে ভ্যানগাড়ীর মাধ্যমে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। বাকী হোল্ডিংগুলো কর্মসূচীর আওতায় আসলে শহর পরিচ্ছন্ন থাকবে এবং জলাবদ্ধতাও থাকবে না।#