হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি টিএলসিসি’র সভা। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। সভায় টিএলসিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় হবিগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, টমটম ও ব্যাটারী চালিত রিক্সার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, মশক নিধন ইত্যাদি বিষয়ে মতামত ও পরামর্শ উঠে আসে। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।








