হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও পরিচ্ছন্নতা কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। ৪ নভেম্বর পৌরভবনের সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় সিডিসি নেতৃবৃন্দের পক্ষে মোঃ আরব আলী বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমাধানের সম্ভাব্য বিষয়গুলো তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ ফরিদুর রহমান বলেন, ‘পরিচ্ছন্নতা কাজে যারা নিয়োজিত তারা অনেক কষ্টের কাজ করেন তা সত্য। তবুও পরিচ্ছন্নতা কাজের যে দয়িত্বে যিনি রয়েছেন সেই দায়িত¦ সঠিকভাবে পালন করে এ শহরকে সুন্দর পরিচ্ছন রাখার চেষ্টা করতে হবে।’ তিনি পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি জনসচেতনা সৃষ্টিতে পৌরসভাকে কর্মসূচী গ্রহনের পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ মঈনুল হক শহরকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন। পরিচ্ছন্নতাকর্মীরা তাদের দৈনন্দিন কাজের বিভিন্ন সমস্যার কথা সভায় তুলে ধরেন।
মতবিনিময় সভায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন করতে নানা পদক্ষেপ গ্রহন করা হয়। পৌর এলাকার সকল বাসা বাড়ীর বর্জ্য যাতে সিডিসি’র বর্জ্য সংগ্রহকারী ভ্যানগাড়ীতে দেয়া হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহন করার ব্যাপারে সভায় জোর দেন বক্তারা। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবার চৌধুরী বলেন, ‘হবিগঞ্জ পৌরসভা শহরকে পরিচ্ছন্ন করতে এবং শহরের সৌন্দর্য্য বাড়াতে ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহন করেছে। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন রাখতে ‘গ্রীন স্কুল, ক্লিন স্কুল কর্মসূচী’ পরিচালনা করছে। শহরের ডিভাইডার ও ফুটপাতগুলোতে সৌন্দর্য্য বাড়ানো হচ্ছে। ভবিষ্যতেও পরিচ্ছন্নতা কাজে তৎপরতা বৃদ্ধি করে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে হবিগঞ্জকে গড়ে তোলতে আমরা কাজ করে যাচ্ছি।’#













