নভেম্বর মাস থেকে শহরের মেইন রোডে চলবে এক কালারের সাড়ে ছয়শ টমটম এবং ব্যাক রোডে চলবে অন্য কালারের সাড়ে ছয়শ টমটম ॥যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা ॥ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে শীঘ্রই ॥

শহরে সীমিত আকারে দেওয়া হবে অটোরিকশা লাইসেন্স ॥
হবিগঞ্জ শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, যান চলাচল সংক্রান্ত পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, ট্রাফিক সার্জন সুবিদ মিয়া, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা, বিএনপি নেতা হাজী মোঃ এনামুল হক, অটোরিক্সা শ্রমিক সংগঠনের নেতা পিযুষ চক্রবর্ত্তী, টমটম মালিক-শ্রমিক সমিতির নেতা মোঃ কামরুল হক প্রমুখ। বক্তারা হবিগঞ্জ শহরের যানজটের সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
হবিগঞ্জ শহরের যানজট নিরসনে টমটম ও অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ, টমটম মালিক শ্রমিক এবং অটোরিকশা মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নভেম্বর মাস থেকে শহরের মেইন রোডে চলবে এক কালারের সাড়ে ছয়শ টমটম এবং ব্যাক রোডে চলবে অন্য কালারের সাড়ে ছয়শ টমটম। জালিয়াতি প্রতিরোধ প্রতিটি টমটমে দেওয়া হবে বারকোড ও হলোগ্রাম যুক্ত নাম্বার প্লেইট। সকল টমটম চালককে দেয়া হবে প্রশিক্ষণ। শহরে সীমিত আকারে দেওয়া হবে অটোরিকশা লাইসেন্স।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *