হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান করেছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার সকালে জজকোর্ট প্রাঙ্গনে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন করেন হবিগঞ্জে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আনোয়ার সাদাত, পিপি এডভোকেট আব্দুল হাই, জিপি এডভোকেট খায়রুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বকুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক বলেন,‘শুধু জজকোর্ট প্রাঙ্গণ নয় আমরা হবিগঞ্জ পৌরএলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ সবাই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করলে হবিগঞ্জ পৌরসভা আরো পরিচ্ছন্ন ও সুন্দর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। পৌর নির্বাহী কর্মকর্তা বলেন,‘হবিগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক করতে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচী পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’













