রাতে চৌধুরী বাজার খোয়াই মুখ পৌর ঘাটলায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি, কে গউছ, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক, হবিগঞ্জের পুলিশ সুপার এন. এম. সাজেদুর রহমান, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। বক্তারা হবিগঞ্জে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য হবিগঞ্জ পৌর এলাকায় চৌধুরী বাজার খোয়াই মুখ পৌর ঘাটলা এবং মাছুলিয়ায় খোয়াই নদীর ঘাটলায় প্রতিমা বিসর্জনের জন্য পৌরসভা বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এছাড়াও শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে পৌরসভা নানা কর্মসূচি পালন করে।












