হবিগঞ্জ শহরের দুর্গাপূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা ও পৌরপ্রশাসন কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মোঃ আবুল হশেম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী কালীবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নলীনি কান্ত রায় নীরুসহ পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর রামকৃষ্ণ মিশন, ঘাটিয়া এলাকার পূজা মন্ডপসহ বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা পূজা আয়োজনের সার্বিক দিক খোজখবর নেন। পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে পূজা চলাকালীন শান্তি শৃংখলা বজায় রাখাসহ বিভিন্ন ব্যাপারে আলোচনা করেন। শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ন, সুন্দর, সফল ও উৎসবমুখর করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে তারা সকলকে আশ^স্ত করেন।#








