শারদীয় দুর্গাপূজায় যানজট নিরসনে হবিগঞ্জ শহরে  দুদিন মোট সংখ্যার অর্ধেক করে টমটম চলাচল করবে।

বাকি অর্ধেক সংখ্যক টমটম চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার ও বুধবারের জন্য হবিগঞ্জ পৌরসভা এই উদ্যোগ গ্রহণ করেছে।‌ মঙ্গলবার ১ থেকে ৬৫০ নাম্বার টমটম শহরে চলবে। ৬৫১ নাম্বার হতে ১৩০০ নাম্বার পর্যন্ত চলবে বুধবার। হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে টমটম মালিক সমিতি, রিকশাভ্যান-ইজিবাইক সমিতি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক টমটম চলাচলের এই সিদ্ধান্ত হয়। এছাড়াও রিক্সাভ্যান ও ইজিবাইক সমিতির নেতৃবৃন্দ পূজা উপলক্ষে অটোরিক্সা চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেন। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘পূজা উপলক্ষে শহরের যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার অতিরিক্ত ভলান্টিয়াররা কাজ করবে। পাশাপাশি টমটম মালিক সমিতি ও ইজিবাইক সমিতির ভলান্টিয়াররা সহযোগিতা করবে। এতে করে শহরের যানজট অনেকটাই কমবে বলে আশা করা যায়।’

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *