হবিগঞ্জ পৌরসভার দুদিনব্যাপী কর মেলায়  ৫৩ লাখ ৯২ হাজার ৮৮৭ টাকা পৌরকর ও পানির বিল আদায়।।অর্থবছরের প্রথম কোয়ার্টারেই ৫০ শতাংশ কর আদায় হবিগঞ্জ পৌরসভার সফলতা।।

হবিগঞ্জ পৌরসভার কর মেলায় দুই দিনে পৌরকর ও পানির বিল আদায় হয়েছে ৫৩ লাখ ৯২ হাজার ৮৮৭ টাকা । এর মধ্যে ৫১ লাখ ৫৩ হাজার ৮৬২ টাকা পৌর কর ও ২ লাখ ৩৯ হাজার ২৫ টাকা পানির বিল। বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভা আয়োজিত দুদিন ব্যাপী পানির বিল ও পৌর করমেলার  সমাপনী দিনে ৫ জন সর্বোচ্চ করদাতাকে পৌরসভার পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও গাছের চারা উপহার দেয়া হয় । প্রধান অতিথি হিসেবে উপহার তুলে দেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ ম‌ঈনুল হক। সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট অর্জন করেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, কৃষি ব্যাংক ব্যবস্থাপক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, আশরাফ জাহান কমপ্লেক্সের স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন ও বাণিজ্যিক এলাকার পৌর করদাতা সৈয়দ আবু সালেহ। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী বলেন ‘অর্থবছরের প্রথম কোয়ার্টারেই হবিগঞ্জ পৌরসভা ৫০ শতাংশ কর আদায়ের সফলতা দেখিয়েছে।  এটি হবিগঞ্জ পৌরসভার জন্য একটি বড় অর্জন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বুধবার সকাল ১০ টা হতে পৌরসভা প্রাঙ্গনে শুরু হয় পানির বিল ও পৌরকর মেলা । পানির বিল ও পৌর কর প্রদানে উদ্বুদ্ধকরন ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছরের মতো এবারও পৌরসভা আয়োজন করেছে ‘পানির বিল ও পৌরকর মেলা’। দু’দিনব্যাপী এ মেলার শেষ হয় বৃহস্পতিবার।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *