হবিগঞ্জ পৌরসভায় পৌর করমেলার প্রথম দিন পৌরকর আদায় হয়েছে ১১ লাখ ৬ হাজার ৮শ ৬২ টাকা। পানির বিল আদায় হয়েছে ১ লাখ ১৭ হাজার ২শ ৭৫ টাকা ।

বুধবার সকাল ১০ টা হতে পৌরসভা প্রাঙ্গনে শুরু হয় পানির বিল ও পৌরকর মেলা । পানির বিল ও পৌর কর প্রদানে উদ্বুদ্ধকরন ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছরের মতো এবারও পৌরসভা আয়োজন করেছে ‘পানির বিল ও পৌরকর মেলা’। দু’দিনব্যাপী এ মেলার শেষ দিন বৃহস্পতিবার।

বুধবার সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত  মেলায় একটানা পানির বিল ও পৌরকর আদায় করা হয় । মেলায় কর পরিশোধকারীদেরকে  ১০ শতাংশ রিবেটের সুযোগ দেয়া হয় । এছাড়াও করদাতাগনকে সম্মাননা সনদ ও গাছের চারা উপহার দেয়া হয়।

oplus_0
oplus_0
oplus_0
oplus_0
Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *