আগামীকাল থেকে হবিগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলা। বুধবার সকাল ১০ টায় পৌরভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে পৌর করমেলার উদ্বোধন করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ মোহাম্মদ ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মঈনুল হক । পানির বিল ও পৌরকর প্রদান প্রক্রিয়া সহজীকরণ, করদাতাগনের কর প্রদানে উদ্বুদ্ধকরন ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছরের মতো এবারও করমেলার আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা । বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মেলায় পানির বিল ও পৌর কর গ্রহণ করা হবে। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী জানান ‘পৌর করদাতাগন মেলায় ১০ শতাংশ রিবেটের সুযোগ পাবেন । সাথে সাথে পৌরসভার পক্ষ হতে পানির বিল পরিশোধকারী ও পৌর করদাতা হিসেবে দেয়া হবে সম্মাননা সনদ।’






