পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা অনুষ্ঠিত।।
‘সরকার অনেক যাচাই বাছাই করে টাইফয়েডের টিকা প্রয়োগের জন্য পাঠিয়েছে। সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা যেন সেই নির্দেশনা যথাযথভাবে পালন করতে পারি।’- টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ কে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভার এক মতবিনিময়ের সভায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হক এসব কথা বলেন । পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন । তিনি বলেন,’সরকার আমাদের অভিভাবক হিসেবে এই টিকাটি শিক্ষার্থীদের দেয়ার জন্য পাঠিয়েছে।’ তিনি শিক্ষার্থীরা যাতে এই টিকা গ্রহণ করে সে ব্যাপারে তাদেরকে এবং তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,’আমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্বশীল আচরণ করে, দেশ প্রেমের মহান আদর্শে উজ্জীবিত হয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলবো।’
মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে পৌরসভার প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ সিলেট প্রতিনিধি ডা. নবজ্যোতি দেব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইম্মোনাইজেশন মেডিকেল অফিসার ড. ওয়াকিল আহমেদ খন্দকার। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় হবিগঞ্জ পৌর এলাকার ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ১২ অক্টোবর হতে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি । একটানা ১৮ কর্মদিবস চলবে টিকাদান । ৯ মাস হতে ১৫ বছরের নিচে যারা তারা নেবে এই টিকা। বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে । হবিগঞ্জ পৌর এলাকার ৮৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা দেয়া হবে। হবিগঞ্জ পৌর এলাকার লক্ষ্যমাত্রা হচ্ছে ২৬ হাজার ৬ শ ৬৮ জন।









