শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান । আমরা সবাই বাংলাদেশ বাংলাদেশী। ঐতিহ্যগতভাবে ও আবহমানকাল থেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মনে ধারণ করে আসছি। শারদীয় দুর্গাপূজা উৎসব পালনে হবিগঞ্জে এই বছরও এর কোন ব্যত্যয় ঘটবে না বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি। দুর্গাপূজাকে উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে । এ নিরাপত্তা বিধানে সরকার অঙ্গীকারাবদ্ধ।’ হবিগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হক। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌর ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । প্রশাসক বলেন,’বাংলাদেশ যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকবো। যদি বাংলাদেশ ভালো না থাকে আমাদের ভালো থাকার সুযোগ নেই। তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্নে, উৎসবমুখর ও আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। তিনি আরো বলেন ,’পূজা চলাকালীন সকল প্রকার গুজব এড়িয়ে চলতে হবে । কোন ঘটনার সত্যতা নিশ্চিত না হয়ে তা প্রচার করা ঠিক হবে না। যদি অপ্রীতিকর কোনো সংবাদ নজরে আসে, যা দ্বারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে সাথে সাথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসনকে অবহিত করতে হবে। প্রশাসক আরো বলেন,’ উৎসবমুখর শারদীয় দুর্গোৎসব যাতে পালিত হয় সেজন্য প্রত্যেকে আমরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করব । আপনাদেরকেও নিরাপত্তার স্বার্থে ভূমিকা পালন করতে হবে। উশৃঙ্খলতাকে কখনোই প্রশ্রয় দেয়া যাবে না। প্রত্যেকটি পূজা মন্ডপে সাময়িক সময়ের জন্য সিসি ক্যামেরা স্থাপন করতে হবে । এতে করে সার্বিক নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে।’ তিনি বলেন,’ শারদীয় দুর্গোৎসব সফলভাবে পালন করার জন্য হবিগঞ্জ পৌরসভা বিগত বছরগুলোর মত সকল সহযোগিতা অব্যাহত রাখবে। এই বছর সেবার পরিধি আরো বাড়ানো হবে । মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মাসুদ আহমেদ, এডভোকেট নলিনী কান্ত রায় নিরু, জেলা ও পৌর পূজা উদযাপন কমিটি ও ৩৪ টি মন্ডপ কমিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে মন্ডপের নেতৃবৃন্দের হাতে পৌরসভার অনুদান তুলে দেয়া হয়। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম এবং পৌরসভার শাখা প্রধানগন।*









