হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ ও প্রেসক্লাব রোড এলাকায় পৌরসভার ফুটপাত মেরামত কাজ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান‌‌।।

হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ ও প্রেসক্লাব রোড এলাকায় ফুটপাত মেরামত করছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার সকালে ওই ফুটপাত মেরামত কাজের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। সার্কিট হাউসের সামনে ওই কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম প্রমূখ।  প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফুটপাত মেরামতে সৌন্দর্য্য বর্ধনের জন্য পার্কিং টাইলস স্থাপন করা হচ্ছে। কোভিড ১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ১৬ লাখ টাকা।

ফুটপাত মেরামত কাজটি চারটি পৃথক অংশে বাস্তবায়ন হচ্ছে।  হবিগঞ্জ সদর মডেল থানা হতে কলাপাতা রেস্টুরেন্ট পর্যন্ত  ২০৫ মিটার। চাঁদের হাসি হাসপাতালের এর গেইট হতে সদর হাসপাতাল গেইট পর্যন্ত ২০০ মিটার । সদর মডেল থানার গেইট হতে বৃন্দাবন সরকারী কলেজ সম্মুখ পর্যন্ত ৪১৫ মিটার। এসপি বাংলোর সম্মুখ হতে ডিসি বাংলোর গেইট পর্যন্ত  ১৭৫ মিটার । হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম বলেন ড্রেনের অংশগুলোতে ড্রেন পরিষ্কারের সুবিধা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখেই ফুটপাত মেরামত করা হচ্ছে।

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *