হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান ॥

হবিগঞ্জ পৌরএলাকার রাস্তা ও ড্রেনসহ চলমান অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান। মঙ্গলবার তিনি শায়েস্তানগর এলাকায় অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত প্রমুখ। পৌর প্রশাসক কাজের গুনগত মান সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সাথে আলাপ করেন। তিনি প্রতিটি নির্মাণ কাজের যেন সর্বোচ্চ মান বজায় রাখা হয় সে ব্যাপারে সর্তক থাকার পরামর্শ দেন। উল্লেখ্য, পৌর এলাকায় লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট, এলজিসিআরআরপি’র আওতায় ড্রেন, রাস্তাসহ অবকাঠামো উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *