হবিগঞ্জ পৌর এলাকায় পবিত্র ঈদ উল ফিতর সফল ও সুন্দরভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহে ব্যাপক সংখ্যায় মুসল্লিদের অংশগ্রহনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায় এবং ২য় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। ঈদ উদযাপন সুন্দর ও সফল করতে হবিগঞ্জ পৌরসভা ঈদের ১০ দিন পূর্ব হতে ব্যাপক প্রস্তুতিমুলক কার্যক্রম পরিচালনা করে। ঈদগাহের ভিতর-বাহির, মেইন রোড, পার্শ্ববর্তী এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করতে ঈদের ১০ দিন পূর্ব হতে ব্যাপক কার্যক্রম চালানো হয়। শহরের বিভিন্ন স্থানে নতুন ব্যানার টানানো হয়। ঈদের পূর্বে ঈদগাহের চারপাশ রং করা হয়। কাতারগুলোতে যে লাইন রয়েছে সেগুলো নতুন করে রং করা হয়। ঈদগাহের সামনে যে প্রধান সড়ক রয়েছে সেটি দক্ষিন দিকে রবিদাশ পাড়া ও উত্তর দিকে উচাইল মার্কেট পর্যন্ত ব্যাপকভাবে ঝাড়– দেয়া হয়। ফলে ঈদের দিন রাস্তায় জায়নামাজ বিছিয়ে মুসল্লিগন নামাজ করতে পেরেছেন। ঈদগাহে আলোক সজ্জা করা হয়। ড্রেনের স্লাব রিপেয়ারিং করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে ট্রাফিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়। জামাতের পর মুসল্লিদের পানি পান করানো হয়। ঈদ সুন্দরভাবে উদযাপনে পৌরসভার কর্মতৎপরতার জন্য প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।#



