পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পৌর এলাকার ৮৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা ॥ইমামগণ তাদের বয়ানে সচেতনতামুলক বক্তব্য তুলে ধরলে সমাজ উপকৃত হবে-জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান ॥

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পৌর এলাকার ৮৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। রবিবার বেলা সাড়ে ১১ টায় পৌর টাউন হলে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মানী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। তিনি বলেন, ‘ইমাম, খতিব ও ওলামায়ে কেরামদের কথা এ সমাজের মানুষ শুনে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করে। আমাদের ইসলামে কালেমা, নামাজ, রোজা, হজ্ব, যাকাতের পাশাপাশি ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনসহ পরিপূর্ন জীবন বিধান রয়েছে। ইমাম, খতিবগণ যদি সমাজের অসঙ্গতি ও নাগরিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে তাদের বয়ানে তুলে ধরেন তবে সমাজের উপকার হবে, শহরের মানুষ ভালো থাকবে।’ প্রধান অতিথি বলেন,‘মানুষ ইমাম খতিবদের কথা বিশ্বাস করে। তাই পরিস্কার পরিচ্ছন্নতা, জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক সচেতনতা এবং বাল্য বিবাহ, যৌতুক ও মাদক বিরোধী বক্তব্য তুলে ধরে আপনারা পৌরসভাকে সহযোগিতা করতে পারেন।’ জেলা প্রশাসক হবিগঞ্জ পৌরসভার সম্মানী ভাতা বিতরণের এই মহতী উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদুর রহমান খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলেন.‘আমি আশা করি আপনাদের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম এগিয়ে যাবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। ড্রেনে ময়লা আবর্জনা না ফেলে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে আপনারা শহরবাসীকে উদ্বুদ্ধ করবেন। যাতে করে বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি না হয়।’
সম্মানী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান। ্এছাড়াও ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জলিল। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ আজহারুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরএলাকার ৮৩ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের পৌরসভার পক্ষ হতে সম্মানী ভাতা তুলে দেন অতিথিবৃন্দ। খতিব ও ইমামদেরকে ৩ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদেরকে ২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৩৯ হাজার টাকা বিতরণ করা হয়।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *