হবিগঞ্জ পৌরএলাকায় ভিজিএফ কার্ডের চাল সুষ্টুভাবে বিতরণে সবাইকে আন্তরিকভাবে দায়িত্বপালনের আহবান জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান। হবিগঞ্জ পৌরপরিষদের মার্চ মাসের মাসিক সভায় তিনি এ আহবান জানান। ১৯ মার্চ বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শহরের যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে ভলান্টিয়ার বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়াও সড়কবাতি, পরিচ্ছন্নতা, মশকনিধন ইত্যাদি নাগরিক সেবা গতিশীল করতে সভায় আহবান জানানো হয়। হবিগঞ্জ শহরের টাউন মডেল পুকুরের সৌন্দর্য্য বর্ধনে এ পুকুরকে প্রকল্পভুক্ত করার সিদ্ধান্ত হয়।
