৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে কালীগাছতলা-শ্মশানঘাট আরসিসি মাস্টার ড্রেন নির্মাণের কাজ এগিয়ে চলছে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে ॥

হবিগঞ্জ শহরে ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি মাস্টার ড্রেন নির্মাণের কাজ এগিয়ে চলছে। কালীগাছতলা কার্লভার্ট হতে শ্মশানঘাট কার্লভার্ট পর্যন্ত এই মাস্টার ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। এ পৌরসভায় বাস্তাবায়নাধীন লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্ড এন্ড রিকোভারি প্রজেক্টের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই আরসিসি ড্রেনের এখন ঢালাইয়ের কাজ চলছে। অর্ধ কিলোমিটার দৈর্ঘ্য ও ৩.২ মিটার প্রস্থ এ আরসিসি প্রাইমারী ড্রেন নির্মাণ কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে পৌরসভার প্রকৌশল বিভাগ।
উল্লেখ্য, হবিগঞ্জ শহরের ২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের একটি বড় অংশের পানি নিস্কাশন হয় আনোয়ার বাইপাস রোড সংলগ্ন এই বড় ড্রেন হয়ে। কিন্তু বিশেষকরে কালীগাছতলা থেকে শ্মশানঘাট কার্লভার্ট পর্যন্ত ড্রেন না থাকায় বৃষ্টি মওসুমে পানি নিস্কাশনে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এছাড়াও অনেক সময় ওই খাল পাড়ের কতিপয় লোকজন নানা সময় বাধ দেওয়ায়, স্থাপনা নির্মাণ করায় অথবা খালের উপর দিয়ে যানবাহন পরিবহন করায় খালের অস্তিত্ব হুমকির মুখে ছিল। এই আরসিডি মাস্টার ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন হলে ড্রেনের জমিও

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *