হবিগঞ্জ শহরের ষ্টাফ কোয়ার্টার পয়েন্ট হতে মুসলিম কোয়ার্টার পর্যন্ত পুরাতন খোয়াই নদীর পাড়ে আরসিসি রাস্তা নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা। লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্ড এন্ড রিকোভারি প্রজেক্টের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে এ রাস্তার কাজ বাস্তবায়ন করছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি এ রাস্তায় আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ২৮০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্ত এ রাস্তার কাজ বাস্তবায়ন হলে ওই এলাকার জনগনের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। উল্লেখ্য, শহরের সবুজবাগ প্রধান সড়কে যানজট হলে অনেকেই বিকল্প রাস্তা হিসেবে স্টাফ কোয়ার্টার-নিউমুসলিম কোয়ার্টার পুরাতন খোয়াই নদী পাড়ের রাস্তাকে ব্যবহার করেন। কিন্তু এ রাস্তাটি নীচু ও ভাঙ্গ হওয়ায় প্রায়শই এখানে পানি জমে থাকতো। আরসিসি রাস্তা নির্মাণ হলে শহরবাসীর ওই রাস্তায় চলাচলের সুযোগ সৃষ্টি হবে।

