নতুন প্রশাসক হিসেবে হবিগঞ্জ পৌরসভার দায়িত্বভার গ্রহন করেছন স্থানীয় সরকারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোঃ জাহিদুর রহমান। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে বিদায়ী প্রশাসক প্রভাংশু সোম মহান কাছ থেকে তিনি এ দায়িত্বভার গ্রহন করেন।
ইতিপূর্বে ২০২৪ সালের আগষ্ট মাসে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন প্রভাংশু সোম মহান। প্রায় ৬ মাস দায়িত্বপালন শেষে বানিজ্য মন্ত্রনালয়ে বদলী হন তিনি। ফলে বৃহস্পতিবার বিকেলে পৌর নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবালের উপস্থিতিতে নতুন প্রশাসক মোঃ জাহিদুর রহমানের কাছে তিনি দায়িত্বভার হস্তান্তর করেন।#

