জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালিত ॥নিজে সচেতন হয়ে স্থানীয় সরকারের সেবাগুলো সম্পর্কে অন্যকে অবহিত করতে হবে-জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান

স্থানীয় সরকার যে সেবাগুলো দেয় মানুষের সামনে তা তুলে ধরতে হবে। নিজে সচেতন হয়ে সেই সেবাগুলো সম্পর্কে অন্যকে অবহিত করতে হবে।’- জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। তিনি বলেন,‘স্থানীয় সরকারের কাজ হলো স্থানীয় সম্পদ আহরণ করে জনগনের কল্যাণে ব্যয় করা। কিন্তু সত্যি কথা বলতে কর আদায়ের ক্ষেত্রে করদাতাদের আস্থার সংকট রয়েছে আমাদের সমাজে।’ জেলা প্রশাসক বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থায় জনগনের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে। উন্নত বিশ্বে স্থানীয় সরকারের প্রতি মানুষের আস্থাও রয়েছে। স্থানীয় সরকারও নাগরিকদের জন্য ভালো কাজ করে।’ তিনি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আতিকুল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ। জাবেদ ইকবাল চৌধুরী তার বক্তৃতায় হবিগঞ্জ পৌরসভার অনলাইন ও ডিজিটাল সার্ভিসসমূহ চালুর ব্যাপারে অবহিত করেন এবং সাথে সাথে পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ইত্যাদি ব্যাপারে সভায় সংক্ষেপে কথা বলেন।
‘তরুনদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার’-এ প্রতিপাদ্য নিয়ে পালিত এই জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫-এ জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী সহ অন্যান্য কর্মসূচী পালিত হয়। এর আগে নিমতলায় বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *