হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানকে সংবর্ধনা দিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সভাকক্ষে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রভাংশু সোম মহান বলেন ‘প্রশাসক হিসেবে আমার দায়িত্বকালীন আমি যথাসম্ভব চেষ্টা করেছি পৌরসভাকে এগিয়ে নিতে। সবক্ষেত্রে সফল হয়েছি এ কথা বলা যায় না। তবে আন্তরিকতার অভাব ছিল না। আমি চেষ্টা করেছি সততা, নিষ্টার সাথে পৌরসভার সম্পদ রক্ষা, আয়বর্ধন, নাগরিক সেবা প্রদান ইত্যাদি কাজকে গতিশীল করতে।’ তিনি পৌরসভার জনকল্যাণমুলক কাজকে এগিয়ে নিতে সকলকে দয়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, মোহাম্মদ আবদুল কুদ্দুস শামীম, তপন কুমার চন্দ, অবনী কুমার দাস, শাহীন আহমেদ, বৃষ্টি দেব প্রমুখ। হবিগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া। সংগঠনের সভাপতি মোঃ মহিবুর রহমান দুলনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী অতিথি প্রভাংশু সোম মহানের দায়িত্বকালীন তাঁর প্রশাসনিক কর্মদক্ষতা ও আন্তরিকতার ভুয়শী প্রশংসা করেন। তারা বক্তব্যে প্রভাংশু সোম মহানের ৬ মাস ১০ দিনের বিভিন্ন কার্যক্রমের উদাহরণ তুলে ধরেন। তারা বলেন ‘এই পৌরসভায় প্রভাংশু সোম মহানের কার্যকাল একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।’
পরে কর্মকর্তা-কর্মচারীগণ প্রভাংশু সোম মহানের হাতে সম্মাননা পদক ও ফুলের তোড়া তুলে দেন। উল্লেখ্য বদলী জনিত কারনে তিনি হবিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে ৬ মাস ১০ দিন দায়িত্ব পালনের ইতি টানেন।#



