স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ‘পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সর্বাত্মক পরিচ্ছন্নতা কার্যক্রম ২০২৫’। সোমবার হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচীর উদ্বোধন করেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে আমরা সবাই মনোযোগী হবে। এই সর্বাত্মক পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে আমরা যাতে আরো সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে আমাদের নজরদারী আরো জোরদার করতে পারি।’ তিনি পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করার জন্য হবিগঞ্জ পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখাতে সবার প্রতি আহবান জানান। আলোচনা সভার পর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। #



