হবিগঞ্জ শহরের নিমতলায় অনুষ্ঠিত হয়েছে অগ্নিনির্বাপণ মহড়া ও দুর্যোগ মোকাবেলার কৌশল অবহিতকরন অনুষ্ঠান। এ কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় বুধবার সকালে এ কর্মসূচি পালিত হয়। হবিগঞ্জের বিশটি প্রাথমিক বিদ্যালয় এ কর্মসূচিতে অংশগ্রহন করে। শুরুতে হবিগঞ্জ পৌরসভার গ্রীন স্কুল ক্লিন স্কুল কর্মসূচির আওতায় প্রতিটি বিদ্যালয়ে ডাস্টবিন হস্তান্তর করে পৌরসভা। শুরুতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। স্কুলের শিশুরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিল এ আয়োজনে।
