২২ ফেব্রুয়ারী জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে উৎসব এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টায় স্কুল প্রাঙ্গণে আসেন প্রশাসক। তিনি উৎসব উদযাপনের প্রাঙ্গন ঘুরে ঘুরে দেখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবুল হাসান প্রমুখ। জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের সামনে প্রশাসক প্রভাংশু সোম মহানের উপস্থিতিতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ওয়াটার স্প্রেয়িং ট্রাক দিয়ে রাস্তায় পানি ছিটানো হয়।


