হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ও তার পার্শ্ববর্তী এলাকার পানি নিস্কাশনে সৃষ্ট সমস্যা চিহ্নিতকরণে কাজ করছে হবিগঞ্জ পৌরসভা। বৃন্দাবন কলেজ কর্তৃপক্ষ, কলেজ কোয়ার্টার ও রাজনগর এলাকার একাংশে বসবাসকারী পৌরবাসীর আবেদনের প্রেক্ষিতে ওই এলাকা বুধবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার ইলিয়াছ বখত চৌধুরী জালাল, বৃন্দাবন কলেজের শিক্ষকবৃন্দ, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বৃন্দাবন কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় ক্রমান্বয়ে স্থাপনা নির্মাণ ও মাটিভরাটের কারনে সম্প্রতি বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে বিগত বছরগুলোতে বৃষ্টি মওসুমে এলাকাবাসী জলাবদ্ধতায় চরম ভোগান্তির শিকার হয়েছেন। এ ব্যাপারে এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে প্রভাংশু সোম মহান বৃন্দাবন কর্তৃপক্ষ, আনসার কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উপস্থিতিতে সমস্যাগুলো সরেজমিন পরিদর্শন করেন। পুরো পরিস্থিতি পর্যবেক্ষন করে এর সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।#

