পুরান মুন্সেফী আরডিহলের উত্তর পাশের পুকুরে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান ॥পুরান মুন্সেফী পুকুরে আশপাশ থেকে প্রচুর পরিমানে বর্জ্য নিক্ষেপ করা হচ্ছে যা একেবারেই অনাকাঙ্খিত-হবিগঞ্জ বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ॥

হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আরডিহলের উত্তর পাশের পুকুরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। এই পুকুর পার্শ্ববর্তী কিছু লোকজন দীর্ঘদিন ধরে পুকুরে বর্জ্য ফেলার কারনে পুকুরের পানি মারাত্মকভাবে দুষিত হয়ে পড়ে। পুকুরের পানি কালো, আঠালো ও নোংরা হওয়ার কারনে এলাকাবাসী এটি ব্যবহার করতে পারছেন না। এছাড়াও পুকুরের পানিতে ব্যাপকভাবে পলিথিন ভাসতে দেখা যায়। এই ব্যাপারটি হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের দৃষ্টিগোচর হলে তিনি পুকুর পরিস্কারের ব্যবস্থা নেন। এরই প্রেক্ষিতে রোববার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের দ্বারা পুকুরের বর্জ্য পরিস্কারের উদ্যোগ নেয়া।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জাল সোহেল বলেন ‘হবিগঞ্জের বারিপাত অঞ্চল হচ্ছে এই শহরের পুকুর ও জলাশয়গুলো। পুকুর সংরক্ষন করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব, ঠিক তেমনি নাগরিক সমাজেরও দায়-দায়িত্ব রয়েছে। আমরা দেখছি পুরান মুন্সেফীর পুকুরে আশপাশ থেকে প্রচুর পরিমানে বর্জ্য নিক্ষেপ করা হয়। যা একেবারেই অনাকাঙ্খিত। তাই পানিকে স্বচ্ছ ও স্বাস্থ্য সম্মত রাখতে পুকুরে ময়লা-আবজর্না ফেলা বন্ধ করতে হবে।’
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন,‘এই পুকুরে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ না করলে পৌরসভার পক্ষ হতে শীঘ্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *