হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ব্যাপক আয়োজনে কর্মসূচী শুরু করছে হার্ট ফাউন্ডেশন। শনিবার হবিগঞ্জের সন্তান ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের উপস্থিতিতে পৌরস্বাস্থ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত এক অনির্ধারিত সভায় এ সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ৮০ লক্ষ টাকা মূল্যমানের মেডিক্যাল সরঞ্জাম বরাদ্দের ঘোষনা দেন ডা. কামরুল হাসান তরফদার। আগামী মার্চ মাসেই এই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হবে। সরঞ্জামাদির মাঝে ইসিজি মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি অন্তভুক্ত থাকবে।
হবিগঞ্জবাসীর স্বাস্থ্য সেবায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও হার্ট ফাউন্ডেশনের কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দেন।
দিনের সকাল ন’টায় পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শনের আসেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আওয়াল, রাগীব-রাবেয় কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক, সাবেক পৌর কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, ডা. নিলুফার ইয়াসমিন সুমি প্রমুখ।
সভায় হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার ও মেডিক্যাল টেকনোলজিষ্টকে এক মাসের বিশেষ প্রশিক্ষন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা বলেন,‘পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগামী মার্চ মাস হতেই হার্ট ফাউন্ডেশনের পূর্নাঙ্গ কার্যক্রম শুরু হবে।’#
