রবিবার সকালে শায়েস্তানগর এলাকা ও ২ নং পুল এলাকায় ওই অভিযান চালানো হয়। হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে পৌরসভার একটি টিম উচ্ছেদ অভিযানে কাজ করে। মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন রবিবারের ভিতর ফুটপাতে অবৈধ স্থাপনা ও অন্যান্য মালামাল নিজ দায়িত্বে অপসারন না করলে সোমবার হতে উচ্ছেদ অভিযান জোরদার করা হবে। তিনি বলেন জনসাধারনের চলাচলের সুবিধার জন্য এবং শহরের সৌন্দর্য্য রক্ষায় পৌরসভা ফুটপাত অবৈধ স্থাপনা ও যত্রতত্র জিনিসপত্র মুক্ত রাখবে।#


