হবিগঞ্জ পৌরসভায় মতবিনিময় সভা॥‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়, তাই আত্মবিশ্বাসের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে–সিলেট বিভাগীয় কমিশানার খান মোঃ রেজা উন-নবী ॥

‘অনেক ত্যাগের এই বাংলাদেশ। এই দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি যদি শ্রদ্ধা থাকে তবে তাদের স্বপ্ন পুরন না হওয়া পর্যন্ত বিশ্রাম নেয়া যায় না। রাষ্ট্রের যে কল্যাণ চিন্তা আপনাকে তাড়িত করে। তারই নাম দেশপ্রেম’।- হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন-নবী।
তিনি বলেন, ‘আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। ঐক্যবদ্ধ হলে আমরা সবাই মিলে দেশকে গড়ে তোলতে পারবো।’ তিনি আরো বলেন, ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়। তাই আত্মবিশ্বাসের সাথে নিজ নিজ দায়িত্ব শতভাগ পালন করলে দেশ এগিয়ে যাবে।’
মোঃ রেজা উন-নবী বলেন, ‘আমাদের সামষ্টিক প্রয়াস, প্রচেষ্টা, উদ্যোগ, পরিশ্রম অবশ্যই আমাদেরকে সফলতার জায়গায় নিয়ে যাবে। আপনার ধর্ম, বর্ণ, বিশ্বাস ভিন্ন হতে পারে। আমাদের দর্শন ও বিশ্বাস যাই হোকনা কেন দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র আমরা রুখে দেবো।’
বিভাগীয় কমিশনার হবিগঞ্জ পৌরসভার সার্বিক কর্মকান্ড পর্যবেক্ষন করেন। তিনি বলেন ‘হবিগঞ্জ পৌরসভায় সবাই সম্প্রতির ও সৌহার্দের মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করছেন।’ তিনি গুরুত্বপূর্ন নাগরিক সেবাসমূহের মান আধুনিকিকরণের উপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ড আরো বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভায় পৌছুলে বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে বরণ করেন প্রশাসক প্রভাংশু সোম মহান। পৌরসভা ওয়ানস্টপ সার্ভিসসহ অন্যান্য কর্মসূচী সম্পর্কে খোজ খবর নেন তিনি। পরে সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, সিনিয়র সহাকারী কমিশনার গালিব চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) মোহাম্মদ আবদুল কদ্দুছ শামীম প্রমুখ। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভাশেষে প্রধান অতিথি হবিগঞ্জ পৌরসভার ‘গ্রীন স্কুল, ক্লীন স্কুল’ কর্মসূচী প্রচার করেন।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *