হবিগঞ্জ পৌরসভায় ৩ দিনের সফরে দক্ষিন কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন ॥হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষিন কোরিয়ায় বৃত্তি ও উচ্চ শিক্ষায় সহযোগিতার আশ্বাস ॥

হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষিন কোরিয়ায় বৃত্তি ও উচ্চ শিক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছে দক্ষিন কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন। হবিগঞ্জে সফররত এই সংগঠনের একটি মতবিনিময় সভায় এ সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে।
দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের ৭ সদস্যের একটি মেডিকেল টিম পৌরসভার আমন্ত্রনে ৩ দিনের সফরে এখন হবিগঞ্জের অবস্থান করছে। ওই টিমের সদস্যরা বুধবার হবিগঞ্জ মেডিকেল কলেজের কনফারেন্স রুমে কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জাবেদ জিল্লুল বারীর সভাপতিত্বে হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি ও হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় হবিগঞ্জ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। সভায় দক্ষিন কোরিয়ার বিভিন্ন মেডিকেল বিশ^বিদ্যালয়ে বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি ও উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কলেজ অধ্যক্ষ বলেন আজকের মতবিনিময় সভার মাধ্যমে দুটি ভ্রাতৃপ্রতিম দেশের শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন সৃষ্টি হলো। হবিগঞ্জ মেডিকেল কলেজে কোন বিদেশী প্রতিনিধি দলের এটিই প্রথম মতবিনিময় বলে জানান তিনি।
দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের পরিচালক পার্ক হিউন দক্ষিন কোরিয়ার বিভিন্ন মেডিকেল বিশ^বিদ্যালয়ে বৃত্তি ও উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতার আশ^াস দেন। কলেজ অধ্যক্ষ দাহাম পরিচালক পার্ক হিউনকে দক্ষিন কোরিয়ার একটি পতাকা উপহার হিসেবে তুলে দেন।
এছাড়াও একই দিনে বিকেলে হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করে দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। তিনি হবিগঞ্জ পৌরসভায় মানবিক কর্মকান্ড পরিচালনার জন্য দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার আমন্ত্রনে দক্ষিন কোরিয়ার দাহাম ভলান্টিয়ার অর্গানাইজেশনের সদস্যরা হবিগঞ্জ পৌরসভায় মেডিকেল ভলান্টিয়ারিং, শিক্ষা ও সাংস্কৃতিক ভাববিনিময়ের কর্মসূচী পালন করবে। প্রথম দিনে সফরকারী দল হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান, জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সাথে সাক্ষাৎ করে। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *