হবিগঞ্জ পৌরসভার কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ক্রসরোড সংস্কার, ক্রস ড্রেন ওফুটপাত নির্মাণের কাজ সমাপ্তির পথে ॥

হবিগঞ্জ শহরের হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ক্রসরোড সংস্কার, ক্রস ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ শেষ হচ্ছে। হবিগঞ্জ পৌরসভা লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় এ কাজ বাস্তবায়ন করছে।
উল্লেখ্য, হবিগঞ্জ শহরের হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ক্রসরোডটি দীর্ঘদিন যাবত ভাঙ্গা অবস্থায় থাকায় শহরবাসী ওই রাস্তায় চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিলেন। হবিগঞ্জ পৌরসভা এলজিসিআরআরপি’র আওতায় ৫৫ লাখ টাকা ব্যয়ে এ রাস্তায় কার্পেটিং কাজ, দুইটি ক্রস ড্রেন এবং ফুটপাত নির্মাণের কাজ হাতে নেয়। এ কাজগুলো বর্তমানে সমাপ্তির পথে। রাস্তা সংস্কার কাজ বাস্তবায়ন হলে এই রাস্তায় চলাচলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।#

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *