জলাতঙ্ক নির্মূলে পৌর এলাকার কুকুরগুলোকেপ্রতিষেধক টিকা দেয়ার কর্মসূচী পালন করছে হবিগঞ্জ পৌরসভা ॥

৩ দিনে টিকা দেয়া হয়েছে শতাধিক কুকুরের শরীরে ॥
শরীরে লাল রঙ দিয়ে টিকা দেয়া কুকুরগুলোকে চিহ্নিত করা হচ্ছে ॥

জলাতঙ্ক নির্মূলে পৌর এলাকার কুকুরগুলোকে প্রতিষেধক টিকা দেয়ার কর্মসূচী পালিত হচ্ছে। মঙ্গলবার কর্মসূচীর ৩য় দিন পর্যন্ত প্রায় একশ কুকুরের শরীরে টিকা দেয়া হয়। পৌর পরিষদের নভেম্বর মাসের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী পুরো পৌর এলাকায় কুকুরের শরীরে ভ্যাকসিন দেয়ার কর্মসূচী হাতে নেয়া হয়। সপ্তাহব্যাপী এ কর্মসূচীকে সফল করতে টিকা প্রদানের জন্য ঢাকা হতে প্রশিক্ষিত টিমকে হবিগঞ্জ পৌরসভায় নিয়ে আসা হয়। এ অভিযানের আওতায় পৌর এলাকার কুকুরগুলোকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেয়া হচ্ছে। প্রতিটি কুকুরকে টিকা দেয়ার পর ‘নিরাপদ’ চিহ্নিত করতে ওই কুকুরের শরীরে লাল রঙ দিয়ে রঙিন করে ছেড়ে দেয়া হচ্ছে।
হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান এ কর্মসূচীকে সফল করতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী এ কর্মসূচীর সার্বিক দায়িত্ব পালন করছেন। তিনি বলেন,‘জলাতঙ্ক রোগ হতে পৌরবাসীকে নিরাপদ করতে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। টিকা দেয়া কুকুরগুলোকে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। ওই কুকুরগুলো কাউকে কামড় দিলে জলাতঙ্ক রোগের আশংকা থাকে না।’
উল্লেখ্য সম্প্রতি হবিগঞ্জ পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এমনকি একটি কুকুর একই দিনে বেশ কয়েকজন মানুষকে কামড় দিয়ে আহত করার ঘটনাও ঘটেছে। ফলে পৌর পরিষদের মাসিক সভায় আলোচনা কওে কুকুরকে টিকা দেয়ার কর্মসূচী জরুরীভাবে হাতে নেয় হবিগঞ্জ পৌরসভা। ২৪ নভেম্বর রবিবার পৌর এলাকায় সপ্তাহব্যাপী এ অভিযান শুরু করা হয়। হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস এ কর্মসূচীতে সমম্বয়কারীর দায়িত্ব পালন করছেন। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *