বকেয়া সেলামী, ভ্যাট, আয়কর ও ২২ মাসের ভাড়া পরিশোধ না করায় পৌর হকার্স মাকের্টের ৪ দোকান সিলগালা করেছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ শহরের শ্মশানঘাট রোডের পৌর হাকার্স মার্কেটের ৪ টি দোকানের বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে বকেয়া সেলামী, ভ্যাট, আয়কর ও ২২ মাসের ভাড়া বাবদ ৩ লাখ ৩২ হাজার ৭ শ ৩৬ টাকা পৌরসভার পাওনা রয়েছে। একাধিক বার নোটিশ করা সত্ত্বেও ওই টাকা পরিশোধ না করায় সোমবার বিকেলে পৌরসভার একটি টিম ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানগুলো সিলগালা করে দেয়। তালা দেয়ার পূর্বে দোকানে রাখা মালামাল সংশ্লিষ্ট ব্যবসায়ী বা তার পক্ষের লোকজনের জিম্মায় দিয়ে দেয়া হয়। যে দোকানগুলোতে তালা দেয়া হয় সেগুলোর নাম্বার হলো ১, ১৯, ২১ ও ২৩। বকেয়া সেলামী, ভ্যাট, আয়কর ও ২২ মাসের ভাড়া বাবদ ১ নাম্বার দোকানে আছকির মিয়ার কাছে পৌরসভার পাওনা ১ লাখ ২৯ হাজার ৮ শ ৫৯ টাকা, ১৯ নাম্বার দোকানে মোঃ সামছুদ্দিনের কাছে ৬৭ হাজার ৭শ ৫৯ টাকা, ২১ নাম্বার দোকানে মোঃ ফজলু মিয়ার কাছে ৬৭ হাজার ৭ শ ৫৯ টাকা এবং ২৩ নাম্বার দোকানে শ্রীনন্দ সরকারের কাছে ৬৭ হাজার ৩শ ৫৯ টাকা। এ অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।#