জলাতঙ্ক নির্মূলে কুকুরকে প্রতিষেধক টিকা দিচ্ছে হবিগঞ্জ পৌরসভা ॥ চিহ্নিত করতে নিরাপদ কুকুরগুলোর শরীরে দেয়া হচ্ছে লাল রঙ ॥

জলাতঙ্ক নির্মূলে কুকুরকে প্রতিষেধক টিকা প্রয়োগ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। কুকুরকে প্রতিষেধক টিকা দিয়ে নিরাপদ করার জন্য হবিগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রশিক্ষিত টিম কাজ করছে। এ অভিযানের আওতায় যে কুকুরকে টিকা দেয়া হচ্ছে সেই কুকুরের শরীর সাথে সাথে লাল রং দিয়ে রঙিন করে দেয়া হচ্ছে। এই লাল রং চিহ্নিত কুকুর মানুষকে কামড়ালে জলাতঙ্ক রোগ হবে না। এভাবে পুরো পৌর এলাকায় কুকুরকে টিকা দিয়ে জলাতঙ্কমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
সম্প্রতি হবিগঞ্জ পৌর এলাকায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পৌর পরিষদের মাসিক সভায় গুরুত্বসহকারে এ বিষয়ে আলোচনা হয়। পৌরসভার নাগরিকগনের নিরপত্তার স্বার্থে কুকুর ভ্যাকসিনেশন কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান এ কর্মসূচীকে সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
হবিগঞ্জ পৌরসভায় জলাতঙ্ক রোগ নির্মূলে প্রশিক্ষিত সদস্যদের সমন্বয়ে ঢাকা হতে একটি টিম নিয়ে আসা হয়। এ টিম রবিবার হতে পৌর এলাকায় কুকুরকে টিকা দেয়ার কাজ শুরু করে। হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর এ কর্মসূচী বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী বলেন পৌর এলাকার জনগনের নিরাপত্তার স্বার্থে এ কর্মসূচী গুরুত্ব সহকারে পালন করা হবে। #

Author: imadmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *