হবিগঞ্জ শহরের শিল্পকলা একাডেমীর সামনে পৌরসভার ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। লোকাল গভর্ণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর আওতায় ৫৬ লাখ টাকা ব্যয়ে এ আরসিসি ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন হচ্ছে। হবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডে রাজনগর এলাকায় অবস্থিত শিল্পকলা একাডেমীর সামনে ড্রেনের অভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতো। বৃষ্টির পানি অপসারনের কোন ব্যবস্থা না থাকায় প্রায়শই এই স্থানে রাস্তার পাশে পানি জমা হয়ে থাকতো। ফলে পার্শ্ববর্তী বিয়াম ল্যাবরেটরি স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে চলাফেরায় ভোগান্তি পোহাতে হতো। ফলে এলজিসিআরআরপি’র আওতায় এ স্থানে আরসিসি ড্রেন নির্মাণের কাজ হাতে নেয় পৌরসভা। এই ড্রেনের কাজ বাস্তবায়ন হলে ওই এলাকার জলাবদ্ধতা জনিত দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।#