হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাতঃকালীন ভ্রমণকারীগনের জন্য স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। শুক্রবার এ কর্মসূচীর আওতায় পিটি আই রোডস্থ হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ব্লাড প্রেসার পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা ও ওজন পরিমাপ করা হয়। প্রাতঃকালীন ভ্রমন সম্পর্কিত সামাজিক সংগঠন ডিএইচপি উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করে। সপ্তাহে প্রতি শুক্র ও শনিবার সকাল ৭ টা হতে ৮ টা পর্যন্ত এ সেবা চালু থাকবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। তিনি শুক্রবার প্রাতঃকালীন কর্মসূচীর শুরুতে উপস্থিত থেকে সেবা গ্রহীতাদের সাথে আলোচনা করেন। এই কর্মসূচী চালু করায় পৌরসভার উদ্যোগকে স্বাগত জানান ডিপিএইচ’র সভাপতি দরবেশ আলী, সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান খান ও মুখপাত্র এডভোকেট মোঃ শফিকুল ইসলাম।
উল্লেখ্য হবিগঞ্জ পৌরসভা শহরের পিটিআই স্কুলের সামনে ২০২২ সালের ৩১ ডিসেম্বর হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা চালু করে। এই কেন্দ্রে রবি হতে বৃহস্পতিবার সপ্তাহে ৫ দিন সকাল সাড়ে ৯ টা হতে ২-৩০ মিনিট পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হয়। এছাড়াও এই সেবা কেন্দ্রে হবিগঞ্জ পৌরসভার ইপিআই কার্যক্রমও পরিচালিত হয়।#