হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার অগ্নি নির্বাপণ মহড়া। শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার অগ্নি নির্বাপণ মহড়া এবং দুর্যোগ মোকাবেলার কৌশল অবহিতকরণ কর্মসূচীর অংশ হিসেবে এ মহাড়ার আয়োজন করা হয়। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত চতুর্থ দফায় এ মহড়া বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। এ কর্মসূচীর সহযোগিতায় হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান ওই কর্মসূচী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ কর্মসূচীর শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামুলক বক্তব্য রাখেন। দুর্যোগ মোকাবেলা এবং গ্রিন স্কুল এন্ড ক্লিন স্কুল ক্যাম্পেইন সম্পর্কে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন প্রমুখ। হবিগঞ্জ পৌরসভার গ্রীন স্কুল এন্ড ক্লিন স্কুল ক্যাম্পেইনের আওতায় মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ৬ টি ডাস্টবিন উপহার দেন।
মহড়ায় হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপণ মহড়ায় প্রতীকিভাবে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরেন।