হবিগঞ্জ পৌর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন। তিনি ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে মটর চালিত রিক্সার সংখ্যা নির্ধারণ করতে এবং বৈধভাবে নাম্বার প্লেইট প্রদান করতে পৌরসভাকে পরামর্শ দেন। এছাড়াও অবৈধ টমটম অথবা মটর চালিত রিক্সা শহরে চলাচল বন্ধ করতে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়। সভায় শহরে যান চলাচলে ট্রাফিক আইন প্রয়োগ করে শৃংখলা ফিরে আনার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, হবিগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ, ট্রফিক পরিদর্শক মোঃ জিয়া উদ্দিন খান, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল সরকার, হবিগঞ্জ পৌর টমটম মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পীযুষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ।