হবিগঞ্জ পৌরএলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত দ্বিতীয় দফায় এ মহড়া মঙ্গলবার সকালে শুরু হয় বৃন্দাবন সরকারী কলেজ প্রাঙ্গণে। উদ্বুদ্ধকরণ মহড়ার সহযোগিতায় ছিল বৃন্দাবন সরকারী কলেজ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিতে ওই মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ সগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। কলেজের শিক্ষার্থীরা ওই মহাড়ায় উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ বলেন অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচী শিক্ষার্থীদের মধ্যে অগ্নি নির্বাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে। তারা এই আয়োজন করার জন্য হবিগঞ্জ পৌরসভাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান পৌরসভার পক্ষ হতে বৃন্দাবন কলেজ কম্পাউন্ড পরিচ্ছন্নতার স্বার্থে ১০ টি বড় আকৃতির প্লাস্টিক ডাস্টবিন উপহার দেন।
মহাড়ায় প্রতীকিভাবে দেখানো হয় আগুন লাগলে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কিভাবে আগুন নেভাতে হবে, আহত হলে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং লোকজনকে আগুনের ফাঁদ থেকে উদ্ধার করতে হবে।