দুর্যোগ হতে নিরাপদ থাকার কৌশল সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়া হচ্ছে বুধবার। হবিগঞ্জ পৌরসভা শহরের নিমতলায় সকালে এ মহড়ার আয়োজন করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ ও হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন। সভাপতিত্ব করবেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। অগ্নি নির্বাপণ উদ্বুদ্ধকরণ মহড়া অনুষ্ঠানে সহযোগিতা করছে হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের সাবির্ক দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।#
